১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারায়ণগঞ্জে টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা, লালকার্ড প্রদর্শন পরিবেশবাদীদের

নারায়ণগঞ্জে টার্মিনাল নির্মাণকাজ পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা, লালকার্ড প্রদর্শন পরিবেশবাদীদের - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে বিআইডব্লিউটিএ-এর মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের টেকনিক্যাল সাপোর্ট সদস্য ডা. ক্যাপ্টেন সোলাঙ্কির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলের সামনে লালকার্ড প্রদশনের কর্মসূচির ঘোষণা করে পরিবেশবাদী আন্দোলনকারীরা।

মঙ্গলবার (৪ জুন) সকালে মাছঘাট এলাকায় শীতলক্ষ্যা পাড়ের টার্মিনাল নির্মাণ প্রকল্পের চলমান কাজ দেখতে যায় প্রতিনিধি দলটি। সেখানে নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ এবং প্রকল্প সংশ্লিষ্টরা সেখানে উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান এই প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ডা. ক্যাপ্টেন সোলাঙ্কি।

প্রকল্পের পরিচালক (পিডি) বিআইডব্লিউটিএ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আইয়ুব আলী বলেন, ‘তিনি আমাদের পাইলিং কার্যক্রম দেখতে এসেছিলেন। সকাল ৯টায় পরিদর্শনে এসে ১৫ মিনিটের মতো থেকে তিনি চলে যান। ৪০০ ফুটের এই কার্যক্রমে ২১৩টা পাইল হওয়ার কথা। এখানে ইতোমধ্যে ৪৪টি পাইল সম্পন্ন হয়েছে। তিনি আমাদের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।’

আইয়ুব আলী আরো জানান, শীতলক্ষ্যা নদীর পাড়ে নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষের ভবনের পাশে ‘বাংলাদেশ রিজিওনাল ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট প্রজেক্ট-১’-এর আওতায় ২৯০ মিটার জায়গাজুড়ে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের প্রকল্প নিয়েছে বিআইডব্লিউটিএ। বিশ্বব্যাংকের অর্থায়নে সেখানে নতুন চারতলা টার্মিনাল ভবন ও পার্কিং প্লেস নির্মাণ করা হচ্ছে।

এদিকে, মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএ-এর কার্যালয়ের সামনে পরিবেশবাদী আন্দোলনকারীদের সংগঠন ‘লক্ষ্যাপাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ এক সমাবেশে এর প্রতিবাদ জানায়।

তাদের অভিযোগ, নারায়ণগঞ্জে প্রবেশাধিকার ও প্রয়োজনীয় কাঠামোসহ একটি যাত্রী টার্মিনালের উন্নয়ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শীতলক্ষ্যা নদীর পাড়ের ৮০টির বেশি গাছ কেটে ফেলেছে। এর প্রতিবাদ জানিয়ে তারা কর্মসূচি পালন করছে। এ অবস্থায় সকালে প্রকল্পের কাজ পরিদর্শনে আসে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।

নারায়ণগঞ্জে গাছ কেটে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করায় লালকার্ড দেখিয়ে প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারীরা। এতে সময় নারায়ণগঞ্জের বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠক, সাংবাদিক ও শিক্ষার্থীরা এই অংশগ্রহণ করে। কর্মসূচিতে সাড়িবদ্ধ হয়ে লালকার্ড ও গাছ রক্ষায় বিভিন্ন প্রতিবাদী স্লোগানে প্লে-কার্ড প্রদর্শন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘প্রকৃতিকে ধ্বংস করে কোনো উন্নয়ন প্রকল্প চায় না বাংলাদেশের মানুষ। আপনারা উন্নয়ন করেন, কিন্তু গাছ কেটে প্রাণ-প্রকৃতিকে ধ্বংস করে না। আমরা উন্নয়ন চাই, কিন্তু সেটা যেন প্রকৃতি নির্ভর হয়। ‘একটি গাছও রাখা সম্ভব না’ বিআইডব্লিউটিএ-এর প্রকল্প পরিচালকের এই অমার্জনীয় সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আজ লালকার্ড প্রদর্শন কর্মসূচি করছি। প্রকৃতিকে রক্ষায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

‘শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসী’ কমিটির সভাপতি কবি আরিফ বুলবুলের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব শুভ দেব। এছাড়াও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়ক নিয়ামুর রশিদ খান বিপ্লব, নির্বাহী সমন্বয়ক পপি রাণী সরকার, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, হাউয়াইন গিটারের সাবেক সাধারণ সম্পাদক অঙ্কন রানা, প্রথম আলো বন্ধুসভার নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক মিন্টু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল