ফরিদপুরে ৯ হাজার ৩২০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
- ফরিদপুর প্রতিনিধি
- ০১ জুন ২০২৪, ১৮:২৬
ফরিদপুরে মহাসড়কে জেলার কোতয়ালী থানা এলাকা হতে নয় হাজার ৩২০ পিস ইয়াবাসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) রাত ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের কাফুরা মুন্সিরবাজার এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্যসহ মাইক্রোবাসটি জব্দ করা হয় এবং তিনজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন রাজবাড়ী জেলার বিনোদপুর কলেজপাড়ার বাবর আলী প্রামাণিকের ছেলে আলামিন প্রামানিক (৩০), আক্তার আলীর ছেলে কোরবান আলী (৩৭) ও সোহাগ শেখ (২৮)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০, সিপিসি-৩, ফরিদপুরের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্ততে র্যাব-১০-এর একটি আভিযানিক দল কাফুরা মুন্সিবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে আনুমানিক ২৭ লাখ ৯৬ হাজার টাকা মূল্যমানের নয় হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও নগদ ২৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতাররা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের কোতয়ালীসহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা