মাধবদীতে লোডশেডিং ও ভুতুরে বিল থেকে মুক্তি পেতে মানববন্ধন
- মাধবদী (নরসিংদী) সংবাদদাতা
- ৩১ মে ২০২৪, ১৮:৪৯
শিল্প কারখানা বাঁচাও, মাধবদী বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) বাদ জুমা বড় মসজিদ রোডে ‘সচেতন নাগরিক মহল মাধবদী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সমস্যার কারণে বিদ্যুৎ বিপর্যয়ে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন নরসিংদীর টেক্সটাইল মালিক ও শ্রমিকরা। একইসাথে লোকসানের মুখে পড়েছেন জেলার বিদ্যুৎ নির্ভর বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প মালিকসহ ব্যবসায়ীরা।
লোডশেডিং মুক্ত বিদ্যুৎ চাই, লোডশেডিং ও ভুতুতে বিলের অভিশাপ থেকে মুক্তি চাই, বিদ্যুৎ এর অনিয়ম থেকে মুক্তি চাই, নিয়মিত বিদ্যুৎ চাই, প্রধানমন্ত্রীর ঘোষণা শতভাগ বিদ্যুৎ চাই এই দাবি জানিয়ে প্রায় অর্ধশতাধিক প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করা হয়।
টেক্সটাইল শিল্প মালিকরা জানান, দেশীয় বস্ত্রের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদী জেলার টেক্সটাইল ও বস্ত্রশিল্পগুলোতে। টানা ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জেলার ছোট-বড় প্রায় ২০ হাজার শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হয়। এতে অন্তত ২০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে ধারণা করছেন শিল্প মালিকরা। পাশাপাশি উৎপাদন করতে না পারায় মজুরি বঞ্চিত হয়েছেন লাখো শ্রমিক।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ, শিল্প মালিক ও স্থানীয়রা জানান, জাতীয় গ্রিডে সমস্যার কারণে দেখিয়ে দিনে ১০-১২ ঘন্টা লোডশেডিং দিচ্ছে। এ মানববন্ধনে সচেতন নাগরিক মহল মাধবদী’র পক্ষে বক্তব্য রাখেন, মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো: মফিজুল ইসলাম, থানা প্রেস ক্লাবের সভাপতি মো: আল-আমিন সরকার ও ব্যবসায়ী মো: রায়হান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা