দেলদুয়ারে আ’ লীগ সম্পাদককে হারিয়ে আবারো নির্বাচিত মারুফ
- ফরিদ মিয়া, দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
- ৩০ মে ২০২৪, ১২:১২
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিককে হারিয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও মহিলায় এসেছে নতুন মুখ।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে নির্বাচনে ভোটগ্রহণ।
কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২৯ হাজার ২৯৭ ভোট পেয়েছেন মাহমুদুল হাসান মারুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীক নিয়ে লায়ন এম শিবলী সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান হৃদয়। তিনি তাল প্রতীকে ২১ হাজার ৮৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসানুল হক সুমন টিউবওয়েল প্রতীকে ১৭ হাজার ৩৫৫ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাহিদা সুলতানা পলি পদ্মফুল প্রতীকে ৩২ হাজার ৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিসেস ফিরোজা বেগম কলস প্রতীকে ২৩ হাজার ৪৬ ভোট পেয়েছেন।