শ্রীনগরে কিসমত, কামরুল ও সুমি বিজয়ী
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ৩০ মে ২০২৪, ০৯:৩৯
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত নির্বাচিত হয়েছেন।
তিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মসিউর রহমান মামুনকে সাত হাজার ৫৯১ ভোটের পরাজিত করেছেন।
এম মাহবুব উল্লাহ কিসমত দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট এবং মো: মসিউর রহমান মামুন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৬৪০ ভোট। এ পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২৫৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট কামরুল হাসান ৬০২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন কামরুজ্জামান মৃধাকে। অ্যাডভোকেট কামরুল হাসান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান মৃধা পেয়েছেন ৩২ হাজার ৫৩ ভোট। এ পদে জাকির হোসেন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪০১ ভোট, মাহবুব আলম বই প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮১৭ ভোট, মাসুম মোল্লা মাইক প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৬ ভোট এবং মো: ইকবাল হোসেন চশমা প্রতীকে পেয়েছেন চার হাজার ২৩৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন সামছুন নাহার সুমি। তিনি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজা বেগম কলস প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ১৩৭ ভোট। এই পদে রেহানা বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৫৪ ভোট, মর্জিনা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯৩৪ ভোট।
শ্রীনগর উপজেলায় প্রায় দুই লাখ ৫৭ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪৬ দশমিক ৭৭ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শ্রীনগর উপজেলা সহকারী রিটার্নি অফিসার মো: ফখর উদ্দিন শিকদার এই ফলাফল ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা