ঘূর্ণিঝড় রেমাল : নারায়ণগঞ্জে জনজীবন বিপর্যস্ত
- নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
- ২৭ মে ২০২৪, ২০:৫৪
ঘূর্ণিঝড় রামেলের প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ায় নারায়ণগঞ্জের দৈনন্দিন জীবনযাত্রায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারে গাছ পড়ে জেলাজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
সোমবার (২৭ মে) দুপুরের পর থেকে জেলার বেশিভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। আর যেসব এলাকায় আছে, সেখানেও রয়েছে বিদ্যুৎ বিভ্রাট।
দুপুর থেকে সোনারগাঁ, ফতুল্লা ও রূপগঞ্জে প্রায় ৯০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দুপুর ২টার পর থেকে শহর ও শহরের আশপাশে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। সকাল থেকে বন্দরে পুরো উপজেলাজুড়ে পল্লী বিদ্যুৎ বিভ্রাট রয়েছে বলে জানিয়েছে গ্রাহকরা।
ফতুল্লার দেলপাড়া, ভুইগড়, নয়ামাটি জালকুড়ি এলাকার একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে বিদ্যুৎ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে তারা।
এ বিষয়ে কথা বলতে বার বার ডিপিডিসি নারায়ণগঞ্জ অফিসে ফোন দেয়া হলেও কেউ তা রিসিভ করেনি।
আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান জানান, শুধু সদর এলাকায় বিদ্যুৎ দেয়া হচ্ছে রোস্টারিং করে। বাকি বিভিন্ন এলাকায় তিন-চারটি বিদ্যুতের খুটি উপড়ে পড়েছে। বিভিন্ন স্থানে গাছ ভেঙে বিদ্যুতের তারে-খুটিতে পড়েছে। এসব কারণে বিদ্যুৎ দেয়া যাচ্ছে না, কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলা যাচ্ছে না।
উপজেলার গোপালদী পৌরসভার পল্লী বিদ্যুতের ডিজিএম সরোয়ার জাহান জানান, বিভিন্ন এলাকায় ঝড় বাতাসে বিদ্যুতের তার খুটি পড়েছে, কোথাও কোথাও বিদ্যুতের তারে গাছপালা ভেঙে পড়েছে, এ কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, ঝড় বাতাসে বিভিন্ন স্থানে গাছপালা পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। ফলে বিভিন্ন স্থানে সমস্যা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা