১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘাটাইলে পরকীয়ার জেরে ভাইয়ের হাতে ভাই নিহত

অভিযুক্ত মিন্টু মিয়া - নয়া দিগন্ত

টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া প্রেমের জেরে মামাত ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ফুফাত ভাইয়ের বিরুদ্ধে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে।

সোমবার (২৭ মে) সকালে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আবেদালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম (৩০) আবেদালী এলাকার আবুল হোসেনের ছেলে। আটক মিন্টু মিয়া একই এলাকার মরহুম কাদের ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিন্টু মিয়ার স্ত্রীর সাথে নাজমুলের পরকীয়া সম্পর্ক চলছিল। মিন্টু মিয়া তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন এবং একাধিকবার তার হাতে ধরাও পরে। সোমবার সকালে নাজমুলকে আবেদালী বাজারে একা পেয়ে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন মিন্টু মিয়া। পরে স্থানীয়রা আহত নাজমুলকে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জি বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত মিন্টু মিয়াকে আটক করি। তাকে প্রাথমিক জিজ্ঞেসাবাদে তার স্ত্রীর সাথে মামাত ভাই নাজমুল ইসলামের পরকীয়া ছিল, এর জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকারোক্তি দেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল সালাম মিয়া পিপিএম জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement