গজারিয়ায় বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ২২ মে ২০২৪, ১৯:১৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় বসতঘর থেকে সুরভী আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। প্রাথমিক পর্যবেক্ষণে বিষয়টিকে আত্মহত্যা বলছে পুলিশ।
বুধবার (২২ মে) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
গৃহবধূ সুরভী আক্তার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের মরহুম আব্দুস সামাদের ছেলে শাহ আলমের স্ত্রী এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার দুদ মিঞার মেয়ে।
স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে পারিবারিকভাবে শাহ আলমের সাথে সুরভীর বিয়ে হয়। তাদের তিন বছরের এক ছেলে রয়েছে। সম্প্রতি স্বামী শাহ আলম ঋণগ্রস্ত হয়ে যাওয়ায় এবং প্রতিবেশী এক মেয়ের সাথে পরকীয়া প্রেমের গুঞ্জন ওঠায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হতো। বুধবার (২২ মে) দুপুর ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে বসতঘরের আড়ার সাথে ফাঁস দেন সুরভী। দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হলে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সুরভীর ঝুলন্ত লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানায় তারা।
তবে সুরভীর বাবা বাড়ির লোকজন পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেছে। ঘটনায় জড়িত সকলের শাস্তি দাবি তাদের।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম শুভ বলেন, ‘দুপুর ১টার দিকে ওই গৃহবধূকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।’
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজিব খান বলেন, ‘খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হচ্ছে।’
ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলেও উল্লেখ করেন ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা