টানা দ্বিতীয় মেয়াদে মোস্তফা মুন্সী চেয়ারম্যান ও আসাদ চৌধুরী ভাইস চেয়ারম্যান নির্বাচিত
- মেহেদুল হাসান আক্কাছ, গোয়ালন্দ (রাজবাড়ী)
- ২২ মে ২০২৪, ১২:৪১, আপডেট: ২২ মে ২০২৪, ১২:৪৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের ৬ষ্ঠ নির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোস্তফা মুন্সী আনারস প্রতিক নিয়ে ২৯৭৪৫ ভোট পেয়ে টানা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: শহিদুল ইসলাম খান ঘোড়া প্রতিক পেয়েছেন ৯৬১৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী টিয়া প্রতিক নিয়ে ২০০৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন তালা প্রতি পেয়েছে ১০৫২৩ ভোট ও সাইদুর রহমান পলাশ টিউবওয়েল প্রতিক পেয়েছে ৮৪২৩ ভোট। এ নিয়ে মোস্তফা মুন্সী ও আসাদুজ্জামান চৌধুরী টানা দ্বিতীয়বারের মতো গোয়ালন্দ উপজেলা পরিষদে নির্বাচিত হলেন।
এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আফরোজা রাব্বানী কলস প্রতিক নিয়ে ১৫৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহা আক্তার বুলবুলির হাঁস প্রতিক পেয়েছেন ১৪৬২১ ভোট ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ফুটবল প্রতিক পেয়েছেন ৮৩০৪ ভোট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা