সালথায় আবারো ওয়াদুদ মাতুব্বর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- সালথা (ফরিদপুর) সংবাদদাতা
- ২১ মে ২০২৪, ২২:৪০
ফরিদপুরের সালথায় আবারো বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো: ওয়াদুদ মাতুব্বর। পরপর দু’বার সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। ওয়াদুদ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২১ মে) রাত ৯টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৩৭ হাজার ৭৪৭ ভোট পেয়ে ওয়াদুদ মাতুব্বর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াহিদুজ্জামান মোটরসাকেল প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৪২ ভোট। যদিও নির্বাচনের মাত্র এক দিন আগে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
অন্যদিকে ১৬ হাজার ৪১০ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো: শওকত হোসেন মুকুল ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী মো: আসাদ মাতুব্বর চশমা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫১ ভোট।
১৫ হাজার ৫৭৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী মোরশেদা খানম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরি বেগম কলস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৫৩ ভোট।
এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সালথা উপজেলার ৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
গত ৫ মে মো: ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধের রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে ওয়াদুদ মাতুব্বর ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালতে আপিল করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেয়ার পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দ দেয়ার আদেশ দেয়া হয়। এ আদেশের বিরুদ্ধে অপর প্রার্থী ওয়াহিদুজ্জামান ১৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রিট করলে আদালত রোববার শুনানির দিন ধার্য করে। শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ ওয়াদুদ মাতুব্বরের পক্ষে রায় দেয়।