ধর্ষণে মা হলো মেয়ে, গ্রেফতার বাবা
- ফরিদপুর প্রতিনিধি
- ২১ মে ২০২৪, ১৮:৩০
ফরিদপুরের খলিলপুর গুচ্ছগ্রামে নিজের মেয়েকে উপর্যুপরি ধর্ষণের পর মেয়ের গর্ভে ভূমিষ্ট হয়েছে সন্তান। এ ঘটনায় নাসির শেখ (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মে) মেয়ের মা আলেয়া বেগম এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
মামলার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান।
পুলিশ জানায়, ২৫ বছর আগে আলেয়া বেগম (৩৮) নামে একজন নারী শ্রমিকের সাথে বিয়ে হয় রিকশাচালক নাসিরের। ১৭ বছর ও ১৫ বছর বয়সী তাদের দুটি মেয়ে রয়েছে। গত বছরের ১৫ মে রাতে নাসির ছোট মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর গত ১৬ মে তার গর্ভে একটি মেয়ে শিশুর জন্ম হয়। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পরে মামলাটি করা হয়।
থানার ভারপ্রাপ্ত ওই কর্মকর্তা বলেন, অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও ভিকটিম মেয়েটির মা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার করে। মঙ্গলবার দুপুরে নাসির শেখকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মাহবুবুল করিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা