১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আশুলিয়ায় ৫০ লিটার মদ নিয়ে ছাত্রলীগ কর্মীসহ আটক ২

আশুলিয়ায় ৫০ লিটার মদ নিয়ে ছাত্রলীগ কর্মীসহ আটক ২ - ফাইল ছবি

ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাই মদসহ আশুলিয়া থানা ছাত্রলীগের কর্মী বাংলা মোহর ও তার সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৯ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: ফজলুল হক। এর আগে, শনিবার দুপুরে আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া রাবেয়া স্কুল-সংলগ্ন একটি পাঁচতলা ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন আশুলিয়ার পূর্ব ভাদাইলের মরহুম ছামাদের ছেলে মোহর ওরফে বাংলা মোহর। তিনি আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা তানভীরের সমর্থক। অপরজন হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জের মুরাদনগরের মরহুম রুপল হকের ছেলে জালাল আহমদ ওরফে হক সাহেব।

স্থানীয়রা জানায়, বাংলা মোহর আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীরের একনিষ্ঠ কর্মী ও সহযোগী। মোহর ছাত্রলীগের দাপটে ওই এলাকায় মাদককারবারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। ছাত্রলীগের নাম ব্যবহার করে অবাধে অপকর্ম করছিলেন তিনি। ওই এলাকায় প্রবাসীর একটি পাঁচতলা ভবন ভাড়া নিয়ে মদ তৈরি ও বিক্রি করতেন মোহর।

ডিবি পুলিশ জানায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাদাইল দক্ষিণপাড়া রাবেয়া স্কুল-সংলগ্ন একটি পাঁচতলা ভবনের সামনে তারা দু’জন প্রায় ৫০ লিটার মদ নিয়ে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গ্রেফতার করা হয়। তারা পেশাদার মাদককারবারি বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’

আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: তানভীর বলেন, ‘মোহর কর্মী হিসেবে ছিল। তার কোনো পদ থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া যেত। কিন্তু তার কোনো পদ নেই, তবে আজকের পর থেকে মোহর ছাত্রলীগের পরিচয় কিংবা কোনো মিছিল-মিটিং এ যেতে পারবে না।’


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল