গাজীপুরে জীপের ধাক্কায় বৃদ্ধ নিহত
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৮ মে ২০২৪, ১৯:৪০
গাজীপুরে জীপ গাড়ির ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ৬০ বছর বয়সের নিহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার বাসন থানাধীন ভোগড়া এলাকার শামসুদ্দিন সরকার কাঁচা বাজার আড়তের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জিএমপি’র বাসন থানার এসআই সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে শামসুদ্দিন সরকার কাঁচা বাজার আড়তের সামনে লাঠি হাতে এক বৃদ্ধ (৬০) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি সিএনজি ব্রেক কষে থামায়। এ সময় পেছন থেকে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) একটি জীপ ওই সিএনজিসহ বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে আহত হন পথচারী ওই বৃদ্ধ। স্থানীয়রা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের পড়নে কালো-সাদা রংয়ের প্রিন্টের ফতুয়া ও চেক লুঙ্গি রয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি এলাকায় ভিক্ষা করতেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা