রাফেজার ডাক্তার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে
- গোয়ালন্দ, রাজবাড়ী সংবাদদাতা
- ১৬ মে ২০২৪, ১০:৫০
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা অজপাড়া গাঁয়ের নিম্ন আয়ের দরিদ্র আলেফ শেখের মেধাবী কন্যা রাফেজা ডাক্তার হতে চায়। পিএসসিতে গোল্ডেন A+ পাওয়ার পর এবার এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে রাফেজা। এতে তার স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্খা আরো বেড়েছে।
কিন্তু তার দরিদ্র ম-বাবার মনে মেয়েকে নিয়ে দুশ্চিন্তার ঘাম ঝড়ছে। মেয়ের স্বপ্ন পূরণে কোথায় পাবে ভালো কলেজে ভর্তির টাকা। কেমনে চালাবেন ছয় সদস্য বিশিষ্ট পরিবারের সংসার।
জানা গেছে, আলেপ শেখের সহায় সম্বল বলতে দুই শতাংশ জমির বসতভিটায় পাটকাঠির বেড়ার একটি ছাপড়া ঘর আছে। দুই ছেলে ও দুই মেয়ে আর তারা দু’জন মিলে গাদাগাদি করে থাকেন ওই ছাপরা ঘরে। সাইকেলের পিছনে বাঁধা ছোট একটি দেশী মুরগির খাঁচা ঝুলিয়ে গ্রামে গ্রামে ঘুরে মুরগি কেনা-বেচা তার পেশা। দিন এনে দিন খাওয়া এমন একটি পরিবারের সামর্থ ছিল না মেয়েকে প্রাইভেট পড়ানোর। দিতে পারেননি পড়াশোনার ভালো পরিবেশ ও সুযোগ সুবিধা। জোটেনি চেয়ার টেবিল, ভালো খাবার ও পোশাক। এমনি শত প্রতিকূলতা উপেক্ষা করে রাফেজা এবার বরাট চৌধুরী আব্দুল হামিদ অ্যাকাডেমি থেকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন A+ পেয়েছে। তার এ সাফল্যে শিক্ষক ও স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার বইছে।
রাফেজা নিজের সীমাহীন চেষ্টা আর স্কুল শিক্ষকদের সহযোগিতার কথা ব্যক্ত করে বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ইচ্ছা উচ্চ শিক্ষা অর্জন করে আমি একজন ভালো ডাক্তার হয়ে দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দেব। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমি লেখাপড়া করে চলেছি। কিন্তু বাবার দারিদ্র্যতাই এখন আমার বড় বাধা।’
মেয়ের এমন ভালো ফলাফলে পরিবারে খুশির পাশাপাশি দেখা দিয়েছে দুশ্চিন্তা। কেননা বাবার সামর্থ নেই মেয়েকে আরো পড়াশোনা করানোর। এমন কেউ কী আছেন রাফেজার পাশে দাঁড়াবে?
রাফেজার বিষয়ে তার শিক্ষক বরাট চৌধুরী আব্দুল হামিদ অ্যাকাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘এবার আমার বিদ্যালয় থেকে চারজন শিক্ষার্থী গোল্ডেন A+ প্লাস পেয়েছে। তাদের মধ্যে রাফেজাই সবচেয়ে বেশি মেধাবী ও দরিদ্র। সহযোগিতা পেলে সে অবশ্যই অনেক বড় ডাক্তার হতে পারবে। আমি তার সহায়তায় দেশী-বিদেশী সকল সামর্থ্যবানকে এগিয়ে আসার আহ্বান করছি।’
সাহায্য পাঠানোর জন্য আলেপ শেখ বিকাশ, অ্যাকাউন্ট নম্বর ০১৭৬১৪০০৬৯৭।