১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু - প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাবেয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার বরাইদ ইউনিয়নের কৌড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রাবেয়া ওই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। তিনি ১ ছেলে ও ৩ মেয়ের জননী।

স্থানীয় আঙ্গুর আলী জানান, বিকেলে বাড়িতে টেলিভিশন চালাতে গিয়ে বিদ্যুতের সমস্যা দেখা দিলে তা ঠিক করতে যায় রাবেয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম নয়া দিগন্তকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement

সকল