কোটালীপাড়ায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
- কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
- ১৩ মে ২০২৪, ১৮:০৬
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অশ্রু বিশ্বাস (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে নিজ বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
অশ্রু বিশ্বাস কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিকটিবাড়ী গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, সোমবার ভোরে নিজ বসত ঘরের আড়ার সাথে গামছা পেঁচিয়ে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অশ্রু মাদকাসক্ত ছিলেন।
কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) ফয়েজ আহমেদ জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা