১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকার থেকে ১৩০ বোতল ফেনসিডিল জব্দ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকার থেকে ১৩০ বোতল ফেনসিডিল জব্দ - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে রূপগঞ্জের রুপসী থেকে কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখা তাদের আটক করে।

এ সময় ফেনসিডিল বহনকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আবুল হাশেমের ছেলে শরিফুল ইসলাম (৩২), পিয়ার আহম্মেদের ছেলে ইয়াকুব আলী (৩২) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জের মৃত মোঃ আবু বক্করের ছেলে রফিকুল ইসলাম বাবু (৩২)।

শনিবার রাতে রূপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সাদা রংয়ের এক্স জিও মডেলের প্রাইভেটকার থেকে ১৩০ বোতল সহ মাদক কারাবারিদের গ্রেফতার করা হয়। গাড়িটির পেছনে এবং সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিলো বলে জানিয়েছে কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখা।

জানা যায়, কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমান, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের প্রাইভেটকার থেকে ১৩০ বোতলসহ কারাবারিদের আটক করেন। গাড়ির পেছনে ও সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিলো।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেররিজম মাদক আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।


আরো সংবাদ



premium cement
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প শীতের মধ্যে বৃষ্টির আভাস প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা জোরপূর্বক হিজাব খোলানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবে যা আছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে কয়েক ঘণ্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন ইউনূস

সকল