১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভৈরবে ঝোঁপ থেকে যুবকের লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের ভৈরবে ঝোঁপ ভেতর থেকে ৩৫ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৯টার দিকে পাওয়ার হাউজ মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা ঝোঁপের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করতে গিয়ে দেখা যায়, লাশের পাশে একটি খালি বোতল ও পায়ের জুতা পড়ে আছে। নিহতের পরনে চেক লুঙ্গি ও চেক শার্ট ছিল।

পুলিশ আরো জানায়, ওই যুবকের পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে। মৃত্যুর কারণ নির্ণয় করতে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement