তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
- সজীব আহমেদ, ভৈরব সংবাদদাতা
- ২১ এপ্রিল ২০২৪, ১১:৪০, আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১১:৪২
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার মধ্যরাতে পৌর শহরের চন্ডিবের এলাকায় বাবুল কন্টেক্টারের বাড়িতে ঘটনা ঘটে।
নিহত সাইদুর একই এলাকার বাছির মিয়ার ছেলে।
এলাকাবাসীর ধারণা, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তার সাথে বিদ্যুতের তার চুরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানায়, আমাদের এলাকায় কিছু দিন যাবত তার চুরির ঘটনা বেড়ে গেছে। রাত পোহালে দেখা যায় কারো না কারো সার্ভিস তার চুরি হয়েছে। আজ রাতের যেকোনো এক সময় সাইদুর নামে এক চোর মেইন লাইনে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। পরে এলাকাবাসী সকালে তার জড়িয়ে থাকা অবস্থায় লাশ দেখতে পায়।
ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, আমরা এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশের প্রাথমিক সুরতহাল শেষে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা