সখীপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
- সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১৮ এপ্রিল ২০২৪, ২০:২৯
টাঙ্গাইলের সখীপুরে সোহানা আক্তার সুমি (১৯) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বেতুয়া গ্রামে বাবার বাড়ির বসতঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুমি বাসাইল উপজেলার বার্থা গ্রামের জুয়েল রানার স্ত্রী। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, সোহানার সাথে প্রায় ৬/৭ মাস আগে বাসাইল উপজেলার বার্থা গ্রামের জুয়েল রানার সাথে বিয়ে হয়। স্বাভাবিক ভাবেই এই ঈদের মধ্যে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে তার মা ছোট দুই বোনকে গোসল করাতে নিয়ে যান। এ সময় সোহানা ঘরের মধ্যেই বসা ছিল। গোসল শেষে তার মা ও বোনেরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে সোহানা গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে।
সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর কোনো কারণ খোঁজে না পাওয়া গেলেও সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা