কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই
- কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
- ১৩ এপ্রিল ২০২৪, ২৩:১১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও বসতবাড়ির কমপক্ষে শতাধিক কক্ষ আগুনে ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরে কোনাবাড়ী ফায়ার সার্ভিস থেকে আরো ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আহত-নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি, তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা