কালীগঞ্জে ফুলদীর নলী ব্রিজে হাজারো মানুষের ঢল
- কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
- ১৩ এপ্রিল ২০২৪, ১৯:০৮
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুরের নলী ব্রিজের ওপর ঈদুল ফিতরের তৃতীয় দিনেও হাজারো মানুষের ঢল। প্রচণ্ড ভিড় উপেক্ষা করে উৎসবে মেতে ওঠেছে এখানে বেড়াতে আসা হাজাড়ো দর্শনার্থী।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলা হতে পাঁচ কি.মি. দূরে বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকায় ব্রিজটির অবস্থান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী বেড়াতে আসে মনোরম এই খোলা জায়গায়। বর্ষাকালে দু’দিকে জলাশয় এবং বর্তমানে চারদিকে সবুজের সমারোহ।
ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ঈদ আনন্দ উপভোগ করতে উৎসবে মেতে উঠেছে সাধারণ দর্শনার্থীরা। স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখক ও রাজনীবিদসহ পরিবারের সদস্যদের নিয়ে সকল পেশার মানুষ ছুটে আসে এই নলী ব্রিজ নামে খ্যাত এলাকায়। সুন্দর এই মুহূর্তকে ধরে রাখতে ক্যামেরাবন্দী করেছে অনেকেই। অনেকেই সেলফি তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা