ডেমরায় ছেলের লাশ উদ্ধারের খবরে মায়ের মৃত্যু
- ফরিদপুর প্রতিনিধি
- ১৩ এপ্রিল ২০২৪, ১৮:১২
ঈদের নামাজ পড়তে বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয়ে লাশ হন দশম শ্রেণির ছাত্র হাসিবুল হোসেন মোল্লা (১৭)। পরেরদিন শুক্রবার রাতে বাড়ির পাশে ডোবায় পাওয়া যায় তার লাশ। আর ছেলের মৃত্যুর খবর জেনে স্ট্রোক করে মারা যান তার মা হেলেনা বেগম (৫২)।
এ ঘটনায় শোকে স্তব্ধ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভা এলাকার ছিলাধরচর বাস্তুখোলা গ্রামে নিহতদের স্বজনেরা।
নিহত হাসিবুল বাস্তুখোলা গ্রামের মো: ফারুক হোসেন মোল্লার একমাত্র সন্তান। তবে প্রায় এক যুগ আগে তারা ঢাকার ডেমরা সারুলিয়া নয়াপাড়া এলাকায় জমি কিনে বাড়ি তৈরি করে পরিবার নিয়ে সেখানেই থাকতেন। গত ২০ রোজায় মারা যান ওই পরিবারের গৃহকর্তা ফারুক হোসেন মোল্লা।
একই পরিবারের সকলের মৃত্যুতে তাদের স্বজনেরা শোকে স্তব্ধ।
নিহতের চাচা ফরহাদ হোসেন মোল্লা বলেন, ঈদের নামাজ পড়তে বন্ধুদের নিয়ে বাসা থেকে বের হয় হাসিবুল। এরপর হাসিবুল মোল্লা আর বাসায় ফেরেনি। তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ ছিল।
এ ঘটনায় ফরহাদ হোসেন মোল্লা বৃহস্পতিবার রাতে ডেমরা থানা একটা সাধারণ ডায়েরি করেন। হাসিবুল মোল্লাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে বন্ধুরা হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।