১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দেশে গণতন্ত্র নেই : নজরুল ইসলাম আজাদ

মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ - ছবি : নয়া দিগন্ত

কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই স্বৈরাচারী সরকার হটাতে হবে।’

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে ফতুল্লা সরকারি প্রাইমারি স্কুল মাঠে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে মামলা-হামলা ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার প্রদান করা হয়।

নজরুল ইসলাম আজাদ বলেন, ‘ঘরে বসে থাকলে সরকার হটাতে পারবে না, সরকার হটাতে হলে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে, চলবে। এই দেশে নেতৃত্ব দিবেন তারেক রহমান।’

তিনি বলেন, ‘সরকার মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে রেখেছেন বলেই তারেক রহমান দেশে আসতে পারেন না। সরকার তারেক রহমানকে ভয় পায় বলেই মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। তারেক রহমান যখন ডাক দিবেন, আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র উদ্ধার করে এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন।’

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ‘এ সরকার পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসে। ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হয়নি, বিজয় হয়েছে আমাদের। এদেশের ১৮ কোটি মানুষ আমাদের পাশে আছে। আমাদের এক দফার আন্দোলন চলমান রয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো: চৌধুরী বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করেছি, আগামী দিনগুলোতেও আমরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাবো।’

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিস, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হাসান লিটন, মামুন, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মুসলিম, ফতুল্লা থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিলন ঢালি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাইজুল ইসলাম আল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহআলম পাটোয়ারী ও সদস্য সচিব মো: আল আমিন।


আরো সংবাদ



premium cement