‘ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাসের ব্যবস্থা’
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৩ এপ্রিল ২০২৪, ১৬:৪৮
শিল্প পুলিশের ডিআইজি আজাদ মিয়া বলেছেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস মালিকরা যাতে পরিশোধ করে সেজন্য শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচঁপুর শিল্পাঞ্চল এলাকায় শিল্প প্রতিষ্ঠান পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে শ্রমিক প্রতিনিধি, মালিক প্রতিনিধি এবং শিল্প পুলিশসহ স্টেক হোল্ডারের নিয়ে ঢাকায় ও ইউনিট পর্যায়ে দফায় দফায় সভা করা হয়েছে। ঈদের আগে সকল শিল্পকারখানায় বেতন বোনাস পরিশোধের জন্য তাগিদ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে সব ফ্যাক্টরিতে ঈদ বোনাস ও বেতন ভাতা পরিশোধ নিয়ে সমস্যা হতে পারে। সেগুলো নিয়েও শিল্পপুলিশ কাজ করছে। যাতে ঈদুল ফিতরের আগেই শ্রমিক ভাই বোনেরা ঈদ বোনাস ও বেতন নিয়ে আনন্দে ঈদ উৎসব পালন করতে পারে। এ সময় তার সাথে ছিলেন শিল্প পুলিশের এডিশনাল ডিআইজি আসাদুজ্জামান, শিল্প পুলিশ ইউনিট চার পুলিশ সুপার শারমিন আক্তার, সহকারী পুলিশ সুপার আইনুল হক প্রমুখ।
ডিআইজি আরো বলেন, ঢাকায় শ্রম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভা করে সিদ্ধান্ত হয়েছে। আরএমজি সেক্টর ও নন আরএরমজি সেক্টরের শ্রমিকদের ঈদের আগে যেন ধাপে ধাপে ছুটি দেয়া হয়। একসাথে সকল শ্রমিকদের ছুটি দিলে সড়ক-মহাসড়কে পরিবহন সেক্টরে চাপ বাড়বে। তাই পর্যায় ক্রমে যাতে শ্রমিক ভাই বোনদের ছুটি দেয়া হয়। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে সকলের ভোগান্তি ছাড়া নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা