১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে হাত-পা ও মুখ বেঁধে প্রবাসীর স্ত্রীকে খুন

-

গাজীপুরের কাপাসিয়ায় হাত-পা ও মুখ বেঁধে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ এপ্রিল) জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম শাহনাজ বেগম শিমু (৩৮)। তিনি দক্ষিণ কোরিয়া প্রবাসী গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামে মোশারফ হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, কাপাসিয়ার পূর্ব ভিটিপাড়া এলাকার মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় চাকরি করেন। স্বামীর অবর্তমানে শাহনাজ বেগম শিমু একাই স্বামীর বাড়িতে বসবাস করতেন। এ দম্পত্তির কোনো সন্তানাদি নেই।

তারা আরো জানান, প্রতিদিনের মতো সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে একাই ওই ঘরে ঘুমিয়ে পড়েন শিমু। পরের দিন মঙ্গলবার সকালে শিমু ঘুম থেকে না উঠায় স্বজনেরা ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে কোনো সাড়া না পেয়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করে খাটের ওপরে শিমুর লাশ দেখতে পান। তার হাত-পা রশি দিয়ে এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এছাড়া তার মুখের দুটি দাঁত ভাঙ্গা ছিল।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ঘরের আসবাবপত্র, আলমারির মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা রান্না ঘরের টিন কেটে প্রবাসীর স্ত্রীর কক্ষে প্রবেশ করে। পরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ সময় ধস্তাধস্তি করতে গিয়ে তার দুটি দাঁত ভেঙে গেছে। পরে লাশ ফেলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি চুরি-ডাকাতির না-কি অন্য কোনো ঘটনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতা যুদ্ধের সঠিক, প্রকৃত ইতিহাস লেখা হয়নি: বদরুদ্দীন উমর রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেফতার জামায়াত নেতা ড. তাহের সম্পর্কে সাংবাদিক ইলিয়াসের মন্তব্যের প্রতিবাদ গাজীপুরে নতুন ট্রেন ও অসমাপ্ত বিআরটি লেনে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন বেনজীর ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা ছিনতাই রোধে রাজধানীতে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর নির্দেশ পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ জামায়াতের একজন নেতাও মানবতাবিরোধী অপরাধ করেনি: ড. মাসুদ মালয়েশিয়ায় বেতন না পেয়ে কোম্পানির অফিস ঘেরাও-অবরোধ, যা বলল বাংলাদেশ দূতাবাস সংস্কার বা পরিবর্তন সবকিছু শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই : মির্জা ফখরুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩

সকল