১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোয়ালন্দের মাঠে মাঠে হালি পেঁয়াজের বাম্পার ফলন

গোয়ালন্দের মাঠে মাঠে হালি পেঁয়াজের বাম্পার ফলন - নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দে মুড়িকাটা পেঁয়াজে পাশাপাশি হালি পেঁয়াজেও কৃষকরা বাম্পার ফলন পেয়েছে। হালি পেঁয়াজ পরিবেশ সম্মতভাবে রাখি মাল হিসেবে ঘরে মজুদ রেখে বাজারজাত বা খাদ্য হিসেবে সারাবছর ব্যবহার করা যায়।

উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলসহ প্রায় সব এলাকার আবাদি জমিতে কমবেশি হালি পিঁয়াজের আবাদ হয়েছে। জমি থেকে পরিপক্ব লাল টকটকে পেঁয়াজ সংগ্রহকালে কৃষকদের চোখে মুখে আনন্দের হাসি দেখা যায়। তবে আগের তুলনায় বাজার দর কিছুটা কম পাওয়ায় অনেকটা নাখোশ তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৭০ হেক্টর বা এক হাজার ২৭৫ বিঘা জমিতে এ বছর হালি পেঁয়াজের চাষ হয়েছে। এর মধ্যে উজানচর ইউনিয়নে সর্বোচ্চ ৩৪৫ বিঘা জমিতে হালি পেঁয়াজের আবাদ হয়েছে।

কৃষকরা জানিয়েছে, এ বছর তারা বিঘা প্রতি ৫০ থেকে ৬০ মন হালি পেঁয়াজ উৎপাদন পেয়েছেন। তবে বেড়িবাঁধ বেষ্টিত এলাকার চেয়ে পদ্মা পাড়ের চরাঞ্চলের বেশিভাগ জমিতে এর আবাদ বেশি ভালো হয়েছে। গোয়ালন্দে সাধারণত লালতীর ও তাহেরপুরী জাতের পেঁয়াজ আবাদ হয়ে থাকে।

সরেজমিনে উপজেলার উজানর, দৌলতদিয়া, দেবগ্রাম, ছোটভাকলা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের মাঠ ঘুরে লাল টকটকে পেঁয়াজ তুলতে দেখা যায়। দিগন্ত জোড়া মাঠকে মাঠ পেঁয়াজ আর পেঁয়াজ। কৃষকরা ক্ষেতে বসে কেউ পেঁয়াজ তুলছে, কেউ বস্তাজাত করছে। কেউবা ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছে। কোথাও আবার বেপারীরা মাঠ থেকেই কৃষকদের সাথে দাম দর মিটিয়ে কিনে নিচ্ছে। প্রায় জমিতেই প্লাস্টিকের নেট বস্তায় লাল সাদা রঙের পেঁয়াজ ভরা সারি সারি বস্তা দাঁড় করানো দেখা যায়।

দৌলতদিয়া যদু ফকির পাড়ার বারেক শেখ, আজাদ সরদার, সিরাজ খাঁ পাড়ার শফিকুল, ছোটভাকলা রসুলপুর গ্রামের মজিবর শেখ, রাজ্জাক শেখ জানান, ভালো ফলন পেয়ে তারা খুশি। তবে আগের তুলনায় দাম ভালো পাচ্ছেন না।

দৌলতদিয়া ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘গোয়ালন্দে আমরা মাঠ পর্যায়ে কাজ করে যতটা জানি কৃষকরা সার বীজ পেয়ে উপযুক্ত সময়ে চাষ করতে পারায় ভালো ফলন পেয়েছে।’

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো: খোকন উজ্জামান জানান, গোয়ালন্দের কৃষকরা এখন আগের চেয়ে অনেকটা সচেতন। প্রত্যেক মাঠে এবার পেঁয়াজসহ সব ফসলই ভালো আবাদ হয়েছে। প্রশিক্ষণ দিয়ে তাদের আরো সচেতন ও অভিজ্ঞ করে নতুন প্রযুক্তির চাষাবাদ পদ্ধতির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে।


আরো সংবাদ



premium cement
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘মধ্যপ্রাচ্যকে নিজেদের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’ কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে তালিবান মন্ত্রীর হত্যাকাণ্ডে আইএস-এর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ ভারতীয় সংবিধান লঙ্ঘন করে মোদী সরকার খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে : ড. মাসুদ যুক্তরাষ্ট্র-চীন বিজ্ঞান ও প্রযুক্তিগত সমন্বয় গড়তে সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করলো দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় : আসিফ নজরুল লেককে ভয়েস অব আমেরিকার পরিচালক করলেন ট্রাম্প এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার পাকিস্তানের

সকল