২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

কালিয়াকৈরে প্রতিবেশীর দায়ের কোপে একজন নিহত

কালিয়াকৈরে প্রতিবেশীর দায়ের কোপে একজন নিহত। - প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত মৃত্যু হয়েছেন।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার হাবিবপুর (আজুলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার আজুলিপাড়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমান ও প্রতিবেশী শামসুল মণ্ডলের ছেলে লিয়াকত আলী (৩৩) নামের এক ব্যক্তির সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাক বিতণ্ড হয়। একপর্যায়ে লিয়াকত আলী ধারালো একটি দা নিয়ে দৌড়ে এসে খলিলুর রহমানের পায়ে কোপ দেন। এতে মুহুর্তেই খলিলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ ডিসেম্বর) সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত লিয়াকতসহ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

লাশের ময়নাতদন্তের জন্য লাশের সাথে থাকা স্থানীয় সাঈদ মাষ্টার জানান,লাশ এবং পুলিশসহ আমরা মর্গে রয়েছি। ময়নাতদন্ত চলছে। কালিয়াকৈর থানায় অভিযোগ করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাব্বির রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement
যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান সোনাগাজীতে যুবদলের সাথে যুবলীগের সংঘর্ষে আহত ১০ সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৭৬৯ মানিকগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

সকল