২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কালিয়াকৈরে প্রতিবেশীর দায়ের কোপে একজন নিহত

কালিয়াকৈরে প্রতিবেশীর দায়ের কোপে একজন নিহত। - প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর দায়ের কোপে খলিলুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত মৃত্যু হয়েছেন।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার হাবিবপুর (আজুলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার আজুলিপাড়া গ্রামের বাসিন্দা খলিলুর রহমান ও প্রতিবেশী শামসুল মণ্ডলের ছেলে লিয়াকত আলী (৩৩) নামের এক ব্যক্তির সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাক বিতণ্ড হয়। একপর্যায়ে লিয়াকত আলী ধারালো একটি দা নিয়ে দৌড়ে এসে খলিলুর রহমানের পায়ে কোপ দেন। এতে মুহুর্তেই খলিলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ ডিসেম্বর) সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত লিয়াকতসহ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

লাশের ময়নাতদন্তের জন্য লাশের সাথে থাকা স্থানীয় সাঈদ মাষ্টার জানান,লাশ এবং পুলিশসহ আমরা মর্গে রয়েছি। ময়নাতদন্ত চলছে। কালিয়াকৈর থানায় অভিযোগ করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাব্বির রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা কার্যক্রম চলমান রয়েছে।


আরো সংবাদ



premium cement
শখের বশে কমলা চাষে সফল রানা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ পাহাড়ি খাদ্যসংস্কৃতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশুসহ দগ্ধ ৭ সাবেক প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচারকাজ বন্ধ ফিরছেন শান্ত, অপেক্ষা বাড়ছে মুশফিকের জন্য পিক‌নিকের বা‌সে ৩ শিক্ষার্থীর মৃত্যু : পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ বরখাস্ত ৭ কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি ‘স্বৈরাচার ও ফ্যাসীবাদমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে’ রাশিয়ায় শিক্ষার্থীদের ‘নির্মমভাবে’ গ্রেফতারের বিরুদ্ধে ইরানের প্রতিবাদ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

সকল