ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
- এ,টি,এম,ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)
- ১৯ নভেম্বর ২০২৩, ১৬:০০
ফরিদুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় রোকন মাতুব্বর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘনাটি ঘটে।
রোকন মাতুব্বর ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনরাবাদ গ্রামের মৃত আব্দুল খালেক মাতুব্বরের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোকন মাতুব্বর বাজার করতে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ছটফট করতে থাকেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খাইরুল আলম জানান, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাসটিকে জব্দ করেছে। চালক পলাতক। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা