২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

গাজীপুরে নারী পোশাককর্মীর লাশ উদ্ধার

গাজীপুরে নারী পোশাককর্মীর লাশ উদ্ধার। - প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের ইসলামপুর এলাকার একটি তালাবদ্ধ ঘর থেকে এক নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় জিএমপির বাসন থানা পুলিশ।

নিহতের নাম শিখা বেগম। বয়স অনুমানিক ৩৫ বছর। তিনি ময়মনসিংহের ত্রিশাল থানার কাটাখালি এলাকার সাইফুল ইসলামের মেয়ে। নিহতের সাথে প্রাপ্ত ঢাকার অশুলিয়া এলাকার একটি পোশাক কারখানার পরিচয়পত্র থেকে এ পরিচয় পাওয়া গেছে বলে জিএমপির বাসন থানার এসআই হানিফ মাহমুদ জানান।

পুলিশ কর্মকর্তা বলেন, ইসলামপুরের শরিফপুর এলাকার শামসুর রহমানের বাড়িতে স্বামীসহ ভাড়া থাকতেন শিখা বেগম। দু-তিন যাবৎ তাদের ঘর তালাবদ্ধ থাকায় বিষয়টি বাড়ির লোকজন থানায় জানায়। পরে ওই ঘরের বিছানা থেকে শিখার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, লাশটি ফুলে-ফেপে গেছে। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বামী পলাতক কয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement