১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ফরিদপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত ৪

ফরিদপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত ৪। - প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালীতে ট্রাকের চাপায় ফজলু মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো চারজন।

বুধবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিবাড়ী বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু মুন্সি মাগুরার মোহম্মদপুর উপজেলার চাউলিয়া গ্রামের মরহুম জালাল মুন্সীর ছেলে।

আহতরা হলেন মধুখালীর বাগাট গ্রামের মরহুম আব্বাস বিশ্বাসের ছেলে ইউছুফ বিশ্বাস (৬৫), হাসেম শেখের ছেলে আশরাফ শেখ (৩৫), আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের আব্দুল হামিদ মৃধার ছেলে শোয়েব মৃধা (৪৭) ও বোয়ালমারী উপজলার বিশ্বাসপুর গ্রামের ইউসুফ শেখের ছেলে মজিবর শেখ (৫০)।

বাগাট ইউনিয়নের মাঝিবাড়ী বাসস্ট্যান্ড বাজারে প্রতিদিন সকালে দিনমজুরদের হাট বসে। বিভিন্ন স্থান থেকে দিনমজুর তথা কৃষি শ্রমিক কাজের জন্য এখানে আসে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঝিনাইদহগামী ঢেউটিন ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জমায়েত হওয়া দিনমজুরদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ফজলু মুন্সি নিহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুর রহমান বলেন, স্থানীয়রা ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকচালক পালিয়ে যায়। পরিবারের আবেদনে নিহতের লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement