১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত। - প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অনিক চন্দ্র কোচ (১৮) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজারের শ্রীবাস সরকারের বাইসাইকেল গ্যারেজের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক চন্দ্র কোচ একই উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের সতিন্দ্র চন্দ্র কোচের ছেলে এবং তিনি ওই বাইসাইকেল গ্যারেজে মেকানিকের কাজ করতেন।

গ্যারেজ মালিক শ্রীবাস সরকার জানান, ‘শুক্রবার রাত ৯টার দিকে অনিল ও তার বন্ধুরা দোকানের ছাদে পিকনিকের আয়োজন করে। এ সময় অনিল অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আরো সংবাদ



premium cement