১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

গাজীপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

গাজীপুরে ট্রাকের ধাক্কায় নিহত শ্রমিক শাহজাহান মিয়া। - ছবি : সংগৃহীত

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) মহানগরীর কোনাবাড়ি থানাধীন আমবাগ ঢালাই ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শাহজাহান মিয়া (২৮)। তিনি কুড়িগ্রামের রাজারহাট থানাধীন বালাকান্দি মুক্তাপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ির বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়া বাসায় থেকে এলাকায় শ্রমিকের কাজ করতেন।

গাজিপর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার এসআই মাইকেল বণিক জানান, সকালে গাজীপুরের কোনাবাড়ি হতে ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে আমবাগ যাচ্ছিলেন শাহজাহান। পথে ঢালাই ফ্যাক্টরির সামনে পৌঁছলে একটি ট্রাক ওই ইজিবাইককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহজাহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


আরো সংবাদ



premium cement