১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে কোনাবাড়ী ফ্লাইওভারের উপর কাভার্ডভ্যানের ধাক্কায় ৪০ বছর বয়সের এক রিকশাভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারের পশ্চিমাংশের দেউয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় কাভার্ডভ্যানচালক বিজয় খান (১৮) ও হেলপার সাদ্দামকে (১৯) আটক করেছে পুলিশ।

জিএমপির কোনাবাড়ী থানার এসআই কামরুজ্জামান লিটন বলেন, সোমবার দুপুরে ফ্লাইওভারের পশ্চিমাংশের দেউয়ালিয়া এলাকায় রিকশাভ্যানকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে রিকশাভ্যান থেকে ছিটকে পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ কাভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আরো সংবাদ



premium cement