১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

চতুর্থ বিয়ের পর এবার প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও

চতুর্থ বিয়ের পর এবার প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও - ছবি : নয়া দিগন্ত

চারটি বিয়ে করেও সাধ মিটেনি তার। এবার পঞ্চম স্ত্রী হিসেবে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছে যুবক।

ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়ীয়া গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের সামছুল হক তালুকদারের ছেলে সেলিম তালুকদার (৩৫) কাতার প্রবাসী এক ব্যক্তির স্ত্রী রিতা মনি রিয়া ওরফে রিক্তাকে (২৭) নিয়ে প্রেমের টানে পালিয়ে গেছেন।

রিক্তা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোটপাইককান্দী গ্রামের নান্নু মোল্লার মেয়ে এবং দেলবাড়ীয়া গ্রামের তোফা মাতুব্বরের ছেলে কাতার প্রবাসী রাসেল মাতুব্বরের (৩২) স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রেমের সম্পর্ক গড়ে রাসেল আট বছর আগে রিক্তাকে বিয়ে করেন। বর্তমানে তাদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। রাসেল অর্থ উপার্জন করতে প্রায় পাঁচ বছর আগে কাতারে চলে যান। রাসেলের স্ত্রী রিক্তা চলতি বছরে তার ছেলেকে নগরকান্দা সদরের একটি স্কুলে ভর্তি করেন। এর পর থেকে তিনি তার ছেলেকে নিয়ে স্কুলে আসা যাওয়া করতেন। এরই মধ্যে সেলিম তালুকদারের সাথে রিক্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত সোমবার (১ আগস্ট) সকালে রিক্তা তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন। ছেলেকে ছোটপাইককান্দী গ্রামে তার বাবার বাড়িতে রেখে রিক্তা প্রেমিক সেলিম তালুকদারের হাত ধরে উধাও হন।

রিক্তার বাবা নান্নু মোল্লা বলেন, ‘সেলিম তালুকদার ফোন করে আমাদের জানিয়েছেন, তিনি আমার মেয়েকে বিয়ে করে ঢাকায় আছেন।’

এ ব্যাপারে রাসেল মাতুব্বরের বাবা তোফা মাতুব্বর বলেন, ‘আমার ছেলের স্ত্রী
রিক্তা পরকীয়া সম্পর্কে জড়িত, তা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু সে আমাদের কোনো কথাই শুনত না। গত সোমবার সকালে নগদ টাকা ও গহনা নিয়ে আমার বাড়ি থেকে সে পালিয়ে যায়। পরে জানতে পারি সেলিম তালুকদারের সাথে তার প্রেমের সম্পর্ক আছে। তার সাথে এখন ঢাকায় আছে বলে জানতে পেরেছি। শুনেছি, সেলিম তালুকদার এর আগে আরো চারটি বিয়ে করেছে।’


আরো সংবাদ



premium cement
ঋণখেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না : মির্জা ফখরুল জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা : জরিপ ইবিতে স্বৈরাচারের সাথে সম্পর্কিত স্থাপনার নাম পরিবর্তনের আহ্বান প্রেস সচিবের ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, মুখোমুখি দুই দেশের নাগরিকরা

সকল