১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

গাজীপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুর সালনা এলাকায় রেললাইনের পাশ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশ। - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৬৫ বছর বয়সের নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ের জয়দেবপুর জংশন স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার মহানগরীর সদর থানাধীন সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।

নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি বিশেষ টিম আলামত সংগ্রহ করেছে। তার পরনে চেক লুঙ্গি রয়েছে। চলন্ত কোনো ট্রেন থেকে নীচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement