পাকুন্দিয়ায় বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত
- পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০৪ জুন ২০২২, ২১:০৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানখেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দ্বীন ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় নিহতের বড় ভাই খাইরুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মজিতপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম ও আহত খাইরুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার কামারকোনা গ্রামের আবদুল আওয়ালের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে দুই ভাই অন্যের ধান জমিতে চুক্তিভিত্তিক কাজ করতে যান। হঠাৎ বৃষ্টি ও তমুল বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দ্বীন ইসলামের মৃত্যু হয়। আর খাইরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু ও বড় ভাইয়ের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।