১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মির্জাপুরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বার্ষিক তাফসীর মাহফিল

- ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার থেকে তিন দিনব্যাপী ২০তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শুরু হচ্ছে। তাফসীরুল কোরআন মাহফিলটি আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর চলবে। ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদরাসার উদ্যোগে মির্জাপুর সরকারী এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর করবেন দেশের খ্যাতিসম্পন্ন মোফাসসীরগণ।

এ মাহফিলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রজনীতে সভাপতিত্ব করবেন যথাক্রমে মাওলানা মুফতি কাজী আবু তাহের, আলহাজ হাফেজ মাওলানা শামসুজ্জামান ও আলহাজ মাওলানা নুরুল ইসলাম। প্রথম দিন প্রধান বক্তা হিসেবে তাফসীর করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব আর টিভি, চ্যানেল আই-এর মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা সাদিকুর রহমান আল-আযহারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হংকং আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ লিটন।

দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে তাফসীর করবেন সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী মোফাসসিরে কোরআন হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত। তৃতীয় দিন প্রধান বক্তা হিসেবে তাফসীর করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন হাফেজ মাওলানা হাসান জামিল। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল চেম্বার অব-কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ।

তাফসীর মাহফিল উপলক্ষে প্রতিদিন বাদ আসর থেকে মির্জাপুর সরকারী এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বয়ান শুরু হবে।

প্রতিবছরের মতো তিন দিনব্যাপী অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলকে ঘিরে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্ত সংগঠন ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ফরিদ হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুল ইসলাম শামীম।


আরো সংবাদ



premium cement
আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গ্রেফতার ‘সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধে যথাসাধ্য চেষ্টা করছে’ সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : এ্যানি হাটহাজারীতে আ'লীগের ৬ নেতা কর্মী গ্রেফতার চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে প্রজ্ঞাপন রাবিতে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আইন বিভাগ ভাংচুর তালায় হত্যা মামলার সাড়ে ৩ মাস পর কবর থেকে লাশ উত্তোলন বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের 'বারাসাত ব্যারিকেড' কর্মসূচি ‘আসিফ নজরুলকে হয়রানির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে’ চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে পিএসসি’র সিদ্ধান্ত

সকল