সিংগাইরে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
- সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৮
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর গ্রামে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের অরজু মিয়ার ছেলে রুবেল (৩০) ও প্রতিবেশী সাবের আলীর ছেলে শাহীন (২৮)।
জানা যায়, তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। রুবেল ও শাহীন বাড়ির দক্ষিণ পাশে মাটিকাটা চকে ঘাস কাটছিল। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা ঘাসের বোঝা নিয়ে বাড়ির দিকে আসে। পথে বিকট শব্দের বজ্রপাতে তাদের কোমরের নিচের অংশ ঝলসে যায়।
খবর পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন এবং শাহীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে শাহীনও মৃত্যুবরণ করেন।
সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার বলেন, ঘটনাটি আমি শুনেছি। অসুস্থতার কারণে আমি সেখানে যেতে পারিনি। তবে আমি পুলিশকে জানিয়েছি। পুলিশ ও স্থানীয় মেম্বর সেখানে গিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা