২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লকডাউন অমান্য, গাজীপুরে আরো ৩৭ বাস আটক

- ছবি- নয়া দিগন্ত

লকডাউন না মেনে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা আরো ৩৭টি বাসকে রাজধানীতে প্রবেশকালে আটক করেছে গাজীপুরের সালনা হাইওয়ে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় এসব গণপরিবহণ আটক করা হয়। এ নিয়ে শনিবার পর্যন্ত দু’দিনে মোট ৮৪টি বাস আটক করা হয়।

সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর গোলাম ফারুক জানান, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে বাসসহ কিছু গণপরিবহণ রাতে ঢাকায় যাতায়ত করছে। গোপন খবর পেয়ে হাইওয়ে পুলিশের সালনা হাইওয়ে থানার একটি টিম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা ত্রিমোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। তারা শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী বিভিন্ন পরিবহন সার্ভিসের ৩৭টি বাস আটক করে। এসব বাস রংপুর, রাজশাহী, কুড়িগ্রাম, দিনাজপুর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে বিভিন্ন কৌশলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা যাচ্ছিল। চলমান লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ থাকার নির্দেশ থাকলেও আটক বাসগুলো অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী বহন করে ভোরের মধ্যে রাজধানীতে প্রবেশ করছিল। ঢাকায় প্রবেশকালে তারা গাজীপুরে ধরা পড়ে। আটক বাসগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একই এলাকায় অভিযান চালিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ৪০টি ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা এলাকায় সাতটি বাস আটক করে হাইওয়ের সালনা ও মাওনা থানার পুলিশ।


আরো সংবাদ



premium cement
ভারতের উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা কুলাউড়ায় আগর কাঠ পাচারকালে ট্রাক উদ্ধার সোনাগাজীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার মহেঞ্জোদারো আবিষ্কারের কৃতিত্ব জীবদ্দশায় পাননি যে বাঙালি প্রত্নতাত্ত্বিক বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব : আসিফ নজরুল সীমান্তে বিজিবিকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত : রিজভী জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী আরাফাতের ইন্তেকাল ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো গেম শো ফ্যামিলি ফিউড দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল নতুন মামলায় সালমান-ইনু-আনিসুলসহ গ্রেফতার ৮

সকল