২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

লকডাউন অমান্য, গাজীপুরে আরো ৩৭ বাস আটক

- ছবি- নয়া দিগন্ত

লকডাউন না মেনে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা আরো ৩৭টি বাসকে রাজধানীতে প্রবেশকালে আটক করেছে গাজীপুরের সালনা হাইওয়ে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় এসব গণপরিবহণ আটক করা হয়। এ নিয়ে শনিবার পর্যন্ত দু’দিনে মোট ৮৪টি বাস আটক করা হয়।

সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর গোলাম ফারুক জানান, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে বাসসহ কিছু গণপরিবহণ রাতে ঢাকায় যাতায়ত করছে। গোপন খবর পেয়ে হাইওয়ে পুলিশের সালনা হাইওয়ে থানার একটি টিম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা ত্রিমোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। তারা শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা ঢাকাগামী বিভিন্ন পরিবহন সার্ভিসের ৩৭টি বাস আটক করে। এসব বাস রংপুর, রাজশাহী, কুড়িগ্রাম, দিনাজপুর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে বিভিন্ন কৌশলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা যাচ্ছিল। চলমান লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ থাকার নির্দেশ থাকলেও আটক বাসগুলো অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রী বহন করে ভোরের মধ্যে রাজধানীতে প্রবেশ করছিল। ঢাকায় প্রবেশকালে তারা গাজীপুরে ধরা পড়ে। আটক বাসগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একই এলাকায় অভিযান চালিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ৪০টি ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা এলাকায় সাতটি বাস আটক করে হাইওয়ের সালনা ও মাওনা থানার পুলিশ।


আরো সংবাদ



premium cement
সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানে বোমা হামলার হুমকি আসে : ডিএমপি বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় করা পেছাল আইএমএফ আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত রাঙ্গাবালীতে কলেজ কমিটি নিয়ে অসন্তোষ : সভাপতির মামলা, শিক্ষার্থীদের আল্টিমেটাম সিলেটে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সকল