২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় একটি কারখানার ৫১ শ্রমিক অপসারণ

ছবিসহ নোটিশ - ছবি : নয়া দিগন্ত

শিল্পাঞ্চল আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার ৫১ জন শ্রমিককে অপসারণ করে তাদের ছবিসহ নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সেই সাথে ওই নোটিশে উল্লেখিত শ্রমিকদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর মৌখিক নির্দেশনাও দেয়া হয়েছে।

শনিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার ডিকে নিটওয়্যার লিমিটেড কারখানার সামনের দেয়ালে শ্রমিকদের ছবিসহ নোটিশটি দেখতে পাওয়া যায়।

নোটিশে উল্লেখ রয়েছে, শ্রম আইন, শ্রমবিধি না মেনে অযৌক্তিক ধর্মঘট, কর্তৃপক্ষের যৌক্তিক আদেশ অমান্য করে কাজে বিরতি, কাজ বন্ধ, কারখানায় উচ্ছৃঙ্খলতা, দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও কারখানার ব্যাপক আর্থিক ক্ষতি করার কারণে বাংলাদেশ শ্রম আইন (ধারা উল্লেখ নাই) মোতাবেক নিম্নলিখিত (ছবি-সংবলিত) শ্রমিকদের তদন্তকালীন অপসারণ করা হলো।

অপসারণকৃত শ্রমিকদের অপসারণের নোটিশ ডাকযোগে স্থায়ী ও বর্তমান ঠিকানায় পাঠানো হবে।

শ্রমিকরা জানান, গত ৩ আগস্ট কারখানার কাজ নিয়ে শ্রমিকদের সাথে কারখানার এক কর্মকর্তা সোহেলের কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় শ্রমিকরা ওই দিন কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে শান্তিপূর্ণ অবস্থান কমসূচি পালন করে। পরে শ্রমিকরা যে যার মতো বাসায় চলে গেলে পরের দিনই শ্রম আইন ১৩ (ক) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনার পরে শনিবার কারখানায় গিয়ে শ্রমিকরা কারখানার মূল ফটকে ৫১ জনকে অপসারণ করা হয়েছে মর্মে নোটিশ দেখতে পান। সেই সাথে ওই নোটিশে ৫১ জনের ছবিও ব্যবহার করা হয়েছে।

গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ জানান, করোনার এই সময়ে শ্রমিকসহ অসহায় ও দুস্থদের পুনর্বাসন করছে সরকার। আর করোনার এই সমেয় কারখানা কর্তৃপক্ষ এক সাথে ৫১জন শ্রমিক ছাটাই করা হয়েছে এটা মোটেও উচিৎ হয়নি। এটা কাম্য নয়।

তিনি জানান, শ্রমিকরা তাদের জানিয়েছেন ডিপার্টমেন্টের কর্মকর্তা কেন শ্রমিকদের গালিগালাজ করবে। শ্রমিকদের গালিগালাজ করলে তাদের সুপারভাইজার আছে, লাইন চিফ আছে, তারা করবে।

এ নিয়েই শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছবিসহ ৫১ জন শ্রমিক ছাটাই করে।

এ ব্যাপারে বক্তব্য নিতে ডাকে নিটওয়্যার লিমিটেড কারখানার ম্যানেজার (এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স) আল-আমিনের মুঠোফোনে বার বার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল