২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

বান্ধবীর সহযোগিতায় ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণ

বান্ধবীর সহযোগিতায় ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণ। - প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কিশোরীকে বান্ধবীর সহযোগিতায় কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসমাঈল নামের এক যুবকের বিরুদ্ধে।

সোমবার বিকেলে উপজেলার কাঁচপুর উত্তরপাড়া গ্রামে অভিযুক্ত ইসমাঈলের বাড়িতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে ধর্ষিতার মা সোনারগাঁও থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত ইসমাঈল একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানায় দায়ের করা এজহারে কিশোরীর মা উল্লেখ করেছেন, উপজেলার কাঁচপুর উত্তরপাড়া গ্রামের আল আমিনের মেয়ে লামিয়া আক্তার ভুক্তভোগী ওই কিশোরীর বান্ধবী। তিনি ও তার স্বামী কাজে চলে যাওয়ার পর লামিয়া তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতো। সোমবার বিকেলে লামিয়া ও তার চাচা বাড়িতে এসে একই গ্রামের ইসমাঈলের বাড়িতে বেড়ানোর কথা বলে কিশোরীকে নিয়ে যায়। পরে লামিয়ার সহযোগিতায় কৌশলে কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে তার মেয়েকে ইসমাইল ধর্ষণ করে। সন্ধ্যার দিকে ঘুম থেকে জেগে ওই কিশোরী নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।

এ বিষয়টি মেয়ের থেকে জানার পর ভুক্তভোগীর মা সোনারগাঁও থানায় মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা পলাতক রয়েছেন।

সোনারগাঁও থানার ওসি তদন্ত তবিদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সকল