০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

সাভারে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

সাভারে ২ ভুয়া ডিবি পুলিশ আটক - ছবি : প্রতীকী

সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর থেকে দু’জন ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করেছে থানা পুলিশ। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালি থানার বাটিকামারা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মাসুদ রানা (৫২)। অপরজন পটুয়াখালীর গলাচিপা থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল কাদের মৃধার ছেলে রাজ্জাক মৃধা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় ডিবি পরিচয় দিয়ে অভিযান করতে আসেন তারা। পরে স্থানীয়দের সন্দেহ হলে বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে পুলিশ সদস্যরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement