রাজবাড়ীতে জাল টাকাসহ কিশোরী গ্রেপ্তার
- রাজবাড়ী সংবাদাতা
- ০৭ অক্টোবর ২০২০, ১৯:৩০
রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজার থেকে বিকাশ করার সময় ২৮ হাজার ৫শ’ জাল টাকাসহ ফাতেমা (১৭) নামে এক কিশোরীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজবাড়ী থানার ওসি স্বপন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ফাতেমা রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুরের মোহাম্মদ আলীর মেয়ে।
এ ঘটনায় রাজবাড়ী সদর থানার এসআই মুস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও আজ্ঞাতনামা আরো ২ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামীরা হলেন, সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরের মোহাম্মদ আলীর মেয়ে ফাতেমা (১৭), গৌড়িপুরের মকবুলের ছেলে ইমরান (২৮), পূর্ব কল্যাণপুরের রাসেল ওরফে সুরুজের স্ত্রী সানজিদা (২৫) ও আজ্ঞাতনাম ২ জন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার জানান, গতকাল বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজারের আকাশ টেলিকমে কিশোরী ফাতেমা ২৮ হাজার ৫শ’ টাকা বিকাশ করতে আসে। সে সময় দোকানদার ওই কিশোরীর কাছে তথ্য চান, তখন সঠিক তথ্য না দিতে পারলে টাকা দিতে বলেন। সে সময় টাকা দিলে জাল টাকা বলে সন্দেহ হয়। তখন বাজার কমিটিকে বিষয়টি জানান। পড়ে বাজার কমিটি পুলিশকে বিষয়টি জানালে থানার পুলিশ গিয়ে একটি নীল রঙ্গের পার্স ও ৫শ’ টাকার ৫৭টি জাল নোট একই নম্বরের মোট ২৮ হাজার ৫শ’ টাকা জব্দ ও ওই কিশোরীকে আটক করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা