মুন্সীগঞ্জে বিদেশী মদসহ কারবারি আটক
- মুন্সীগঞ্জ সংবাদদাতা
- ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪
মুন্সীগঞ্জে বিদেশী মদসহ নয়ন শেখ (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শনিবার বিকালে সিরাজদিখান কাঠালতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭ ক্যান বিয়ার ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সিরাজদিখন থানাধীন কাঠালতলী (বটতলা তেমাথা) এলাকায় জৈনক ফজলুল করিমের চায়ের দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এমন খবরে সেখানে অভিযান চালায় র্যাব। পরে সেখান থেকে মাদকসহ নয়ন শেখকে (২১) আটক করা হয়। আটক নয়ন শেখ ওই এলাকার আওলাদ শেখের ছেলে।
মুন্সীগঞ্জস্থ র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ওই যুবক মুন্সীগঞ্জের সিরাজদিখানসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অভিনব কৌশলে মাদক ব্যবসা করে আসছে। তার থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা