শিমুলিয়-কাঠালবাড়ী নৌরুটে ফেরী চলাচল বন্ধ
- মুন্সীগঞ্জ সংবাদদাতা
- ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১১, আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২
শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে সীমিত সময়ে ফেরী চলায় তীব্র যানযট সৃষ্টি হয়েছে। পারাপারের অপেক্ষায় পাচঁ শতাধিক গাড়ী। পদ্মা নদীতে নব্যতা সংকট তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে অনিদিষ্টকালের জন্য সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে সকল ধরনের ফেরী চলাচল বন্ধ রয়েছে।
গত ২৯ আগষ্ট থেকে শুধুমাত্র দিনের বেলায় ফেরী চলাচল করছে। পদ্মা সেতুর নীচ দিয়ে বর্তমানে একটি চ্যানেল দিয়ে ফেরী চলাচল করছে। বিঅইডব্লিউটিসির সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, বর্তমানে ৬টি ফেরী চলাচল করছে।
সাধারণ অবস্থায় শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ১৬টি ফেরী চলাচল করে। গত ২৯ আগষ্ট নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিঅইডব্লিউটিসির কর্মকর্তাদের সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা