বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করায় ৬ চালককে জরিমানা
- বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
- ২৯ আগস্ট ২০২০, ১৮:২৪
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় অভিযোগে ছয় চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা। এসময় বালিয়াকান্দি থানার এসআই উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যবিধি না মেনে সড়কে বিভিন্ন যানবাহন চলাচল করছিল। এসময় ইজিবাইক, ভ্যান ও মাহেন্দ্রর ছয় চালককে জরিমানা করা হয়। জরিমানা শেষে ইজিবাইকের যাত্রী ও চালকদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়। পরে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেয়া হয়। যাত্রী ও চালকেরা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা