২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

-

কিশেরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকায় আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি ফুটেছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভালো ফলন হওয়ায় কৃষকদের মাঝে আউশ চাষে আগ্রহ বাড়ছে। এই উপজেলার কৃষকরা উন্নত জাতের (ব্রি. ধান-৪৮) আউশ ধান চাষ করে ভালো ফলন পেয়েছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে কটিয়াদী পৌরসভা, জালালপুর, লোহাজুরী, আচমিতা, মসূয়া, বনগ্রাম ইউনিয়নে তিন হাজার পাঁচ শ’ হেক্টর জমিতে আউশ ধান আবাদ করার লক্ষ্যমাত্রা হলেও এ বছর আউশ মৌসুমে তিন হাজার আট শ’ ৫০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। কৃষকরা ব্রি. ধান ৪৮, নতুন জাত ব্রি. ধান ৮২, ব্রি. ধান ৮৫ চাষ করা হয়। এসব জাতের মধ্যে ব্রি ধান-৪৮ চাষে ব্যাপকভাবে সাড়া পেয়েছে এ অঞ্চলের কৃষকরা। ফলন ভালো হওয়ায় সাধারণ কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষকরা জানায়, দীর্ঘদিন যাবত এ উপজেলার কৃষকরা আউশ মৌসুমে স্থানীয় জাতের বীজ আবাদ করতো। এ জাতের আউশ ধানের ফলন খুবই কম হওয়ায় কৃষকরা আউশ ধান আবাদে দিনে দিনে অনীহা প্রকাশ করে। যদিও চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আউশের আবাদে মনোযোগী হয় কৃষকরা।

এদিকে আউশের বাম্পার ফলন হওয়ায় আউশ চাষে কৃষকরা আগামীতে ব্যাপকভাবে উৎসাহিত হবে বলে আশা করছেন উপজেলা কৃষি অধিদফতর।

এ ব্যাপারে পৌরসভা গ্রামের কৃষক জীবন ভূইয়া জানান, ‘বোরো ধানের তুলনায় আমরা কম খরচে আউশ ধান আবাদ করে ভাল ফলন পেয়েছি, যা আশা করিনি।’

আরেকজন কৃষক বোরহান উদ্দিন জানান, ‘কৃষি অফিসের পরামর্শেই আমরা আউশের আবাদ করেছি। এবার অল্প খরচে ভালো ফলন হয়েছে বলে জানান এ কৃষক।’

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুকশেদুল হক বলেন, ‘এই উপজেলার কৃষকরা পূর্বে স্থানীয় আউশ ধানের আবাদ করত। এই বছর আমরা কৃষকদের সাথে মতবিনিময় সভা করে উচ্চ ফলনশীল নতুন ব্রি.ধান-৪৮ আবাদ করার পরামর্শ দেই এবং বীজ, সার ও সেচ সহায়তা প্রদান করি। কৃষকরা আমাদের পরামর্শে উক্ত জাতের ধান চাষ করে বাম্পার ফলন পেয়েছে। তাদের এ ফলন দেখে এবং তুলনামূলক খরচ কম হওয়ায় অন্য কৃষকরা আগ্রহ দেখাচ্ছে। আশা করছি এই বছরের তুলনায় আগামী বছর আরো বেশি জমিতে এ ধানের আবাদ হবে।’


আরো সংবাদ



premium cement
উত্তর কোরিয়ার সাথে ট্রাম্পের আলোচনার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিরোধী দল প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান, চট্টগ্রামে বড় পতন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি এ কে এস খান ফার্মাতে ডেনমার্কের ১২.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ উপায় না পেয়ে স্বজনদের আশ্রয়ে আছে শহিদ মিজানের পরিবার প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সূচকের উত্থান, চট্টগ্রামে পতন হাতিয়ায় আগুনে পুড়ে ছাই ১৪ দোকান আজ মুক্তি পাচ্ছেন দেড় শতাধিক বিডিআর সদস্য দেবীগঞ্জে বৃষ্টির মতো পড়ছে শিশির বিন্দু গাজার ধ্বংসস্তুপ থেকে ২ শতাধিক লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি যুবরাজ

সকল