২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সোনারগাঁওয়ে ভাগ্নের বটির আঘাতে মামা খুন

নিহত আবুল কাসেম ও (ডানে) ঘাতক ভাগ্নে হৃদয় - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাগ্নের বটির আঘাতে খুন হয়েছেন মামা। গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে উপজেলার পশ্চিম সনমান্দী গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মামার নাম আবুল কাসেম (৫৫)। তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এলাকাবাসী ভাগ্নে হৃদয়কে আটক করে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আজ সোমবার সকালে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের পশ্চিম সনমান্দী গ্রামের আবুল কাসেমের বাড়িতে রোববার বিকেলে বেড়াতে আাসে বোন রূপবান বেগম ও ভাগ্নে হৃদয়। রাতে হৃদয় হৃদয় বটি নিয়ে তার মায়ের জায়গা দাবি করে মামার বসতবাড়িতে গাছের কাঁঠাল পাড়তে শুরু করে। এসময় তার মামা আবুল কাসেম বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাগ্নে হৃদয় উত্তেজিত হয়ে তার মামাকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার মামী শামসুন্নাহার এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে।

মারাত্মক আহত আবুল কাসেমকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আবুল কাসেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও নিহতের স্বজনরা হৃদয়কে আটক করে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে।

পরে সোনারগাঁও থানার পুলিশ এ ঘটনার খবর পেয়ে থানার এসআই শাহাদাত হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে আটক করে থানায় নিয়ে আসেন। এছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

নিহত আবুল কাসেমের স্ত্রী আহত শামসুন্নাহার জানান, বসতবাড়ির গাছের কাঁঠাল পাড়া নিয়েই তার স্বামীকে খুন করেছে হৃদয়। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ আহামেদ জানান, খুনের ঘটনায় ভাগ্নে হৃদয়কে আটক করা হয়েছে। মামা আবুল কাসেমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
সাঙ্গু নদীতে নৌকা বাইচের মাধ্যমে শুরু হলো বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা ফার্মগেটে ৭ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের গ্রামগুলো নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পর্ণো তারকাকে অর্থ দেয়ার মামলা খারিজের আবেদনের অনুমতি পেলেন ট্রাম্প দোহারে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর নামে ছাত্রলীগ নেতার মামলা ‘কোরআন-সুন্নাহর আদর্শ ছাড়া আলেমদের জন্য রাজনীতি জায়েজ নেই’ চীনা দূতাবাসের আউটস্ট্যান্ডিং পার্টনার অ্যাওয়ার্ড অর্জন অ্যাবকার ঢাবির রাজনীতিবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু রোববার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ রেহানার সুরের মূর্ছনায় হেমন্তের এক মুগ্ধ সন্ধ্যা একুশে বইমেলায় স্টলভাড়া কমানোর দাবি

সকল